মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর বয়স এখন ৩২। তার পারফরম্যান্সে বয়সের ছাপের ছিটেফোঁটাও নেই। সদ্য সমাপ্ত মৌসুমে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা পুনরুদ্ধারের পথে রেখেছেন সবচেয়ে বড় অবদান।
অসম্ভব বলতে কিছু নেই। ফিটনেস ধরে রাখতে পারলে ৪০ বছর বয়স পর্যন্ত খেলতেই পারেন মোহাম্মদ সালাহ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে অনুপ্রেরণা নিতে পারেন মিসরীয় ফরোয়ার্ড। চল্লিশেও চালশে নন পর্তুগিজ তারকা।
হাঁটুর বয়সী ফুটবলাদের সঙ্গে এখনো মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। অন্যদের সঙ্গে পাল্লা দিয়ে গোল করে দলের জয়ে অবদানও রাখছেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর মতো বয়সে সালাহ পারবেন কি না, সেটা সময়ই বলবে। তবে ৪০ বছর বয়স পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়।
মিশরের টেলিভিশন চ্যানেল অন স্পোর্টসকে এমনটিই জানিয়েছেন সালাহ। তবে এমনও জানিয়েছেন, তার আগেই যদি মনে হয় তাহলে মনের ডাক শুনবেন তিনি। ২৯ গোল এবং ১৮ অ্যাসিস্টে লিভারপুলকে চ্যাম্পিয়ন করা স্ট্রাইকার বলেছেন, ‘খেলা তখনই থামিয়ে দেব যখন মন ডেকে উঠবে। তবে যদি আমার মতামত জানতে চান, তাহলে বলব ৩৯ বা ৪০ বছর পর্যন্ত খেলতে চাই।
তবে তার আগেই যদি মনে হয় হচ্ছে না তাহলে ক্যারিয়ারের ইতি টানতে চাইব। অবসর নেব। ক্যারিয়ারে অনেক কিছুই তো অর্জন করেছি। লিভারপুলের সঙ্গে আমার চুক্তি শেষ হয়েছিল এবং সৌদিতে যাওয়ার আলোচনা হচ্ছিল। তবে শেষ মুহূর্তে লিভারপুলের সঙ্গে চুক্তি করি।
লিভারপুলের সঙ্গে দুই বছরের চুক্তি করায় যে সৌদিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে এমনটা নয় কিন্তু। এই চুক্তি শেষ হলেই যেতে পারেন বলে আশ্বস্ত করেছেন তিনি। ৩৩ বছর বয়সি ফরোয়ার্ড বলেছেন, ‘তাদের (সৌদি ক্লাব) সঙ্গে এখনো আমার ভালো সম্পর্ক। সব সময় যোগাযোগ রাখছি। হ্যাঁ, একে অপরে আমরা আলোচনা করছি। জানি না, সামনে কী ঘটবে। তবে লিভারপুলে সুখে আছি। আগামী দুই বছর এখানে থাকব। এরপর দেখব আমার কী করা উচিত।’