গত বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত দেশের ১৯৫টি জাতীয় ক্রীড়া স্থাপনার নাম পরিবর্তন করেছে ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসব স্থাপনার মধ্যে বেশিরভাগই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার এবং তার দলের সদস্যদের নামে ছিল। এর মধ্যে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করে সেখানকার উপজেলার নামে রাখা হয়েছে।
এছাড়া অন্য স্থাপনার নাম পরিবর্তন করে জাতীয় বীর ও বিভিন্ন শহীদের স্মৃতিকে স্মরণ করে রাখা হয়েছে। তবে বেশিরভাগ স্থাপনার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগ, জেলা বা উপজেলার নামে।
নাম পরিবর্তন হওয়া উল্লেখযোগ্য কিছু স্থাপনার মধ্যে রয়েছে ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, যার নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম’। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম’। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে ‘রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম’। রংপুরের শেখ কামাল সুইমিং পুলের নাম রাখা হয়েছে শহীদ আবু সাইদের নামে। কক্সবাজারে শেখ কামালের ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে শুধু কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম।
এছাড়া ফতুল্লা স্টেডিয়াম ও সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে জুলাই আন্দোলনের শহীদ রিয়া গোপের নামে।
১৯৫টির নতুন নামকরন হয়েছে। শুধু তিনটি স্থাপনায় কোনও পরিবর্তন আসেনি। পল্টনে শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়াম, মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স ও পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম আগের নামেই আছে।