শুক্রবার, ৩০ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জর্ডানে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক
  ২৮ মে ২০২৫, ২১:১৩
জর্ডানে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশের নারী ফুটবলাররা
 জর্ডান সফরে দ্বিতীয় দিনের প্রস্তুতিতে বাংলাদেশ নারী ফুটবলাররা

এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে জর্ডানে অবস্থান করছে। আগামী জুনের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার আগে বাফুফের ব্যবস্থাপনায় দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি। একটি স্বাগতিক জর্ডানের বিপক্ষে এবং অপরটি ইন্দোনেশিয়ার বিপক্ষে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার।

জর্ডান সফরে প্রথম পরীক্ষা স্বাগতিকদের বিপক্ষে; তবে বাংলাদেশ দলের বিশেষ নজর পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে। কেননা, এই প্রথম তাদের বিপক্ষে খেলবে মেয়েরা। আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে আগামী শনিবার জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে দেশটিতে পৌঁছে বুধবার দ্বিতীয় দিনের প্রস্তুতি সেরেছে দল।

1

গত সোমবার দেশ ত্যাগ করে ঋতুপর্ণারা। জর্ডানে পৌঁছানোর পর থেকেই মাঠে নামেন কোচ জেমস বাটলারের শিষ্যরা। মঙ্গলবার প্রথম দিনের অনুশীলনের পর আজ বুধবার (২৮ মে) ছিল দ্বিতীয় দিনের অনুশীলন। সেখান থেকে পাঠানো ভিডিও বার্তায় সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানান, ‘সবাই সুস্থ রয়েছে এবং মেয়েরা খুব ভালোভাবে অনুশীলন করছে। মাঠের অবস্থা চমৎকার। আশা করছি, ম্যাচে আমরা ভালো কিছু করতে পারব। ’

এই দুটি ম্যাচকে পুরোপুরি প্রস্তুতির অংশ হিসেবে নিচ্ছে বাংলাদেশ দল। শেখার জায়গা অনেক বলেই মনে করেন লিটু, ‘এখানে শেখার মতো অনেক কিছু রয়েছে। আমরা এই সফর থেকে অনেক কিছু শিখতে পারব বলে বিশ্বাস করি। মেয়েরা সবাই আত্মবিশ্বাসী এবং পরিবেশটাও খুব সহায়ক হালকা বাতাস ও রোদের দারুণ সমন্বয়। ’

নারী দলের অভিজ্ঞ ফরোয়ার্ড তহুরা খাতুন জানান, অনুশীলনের মান এবং আবহাওয়ার কারণে প্রস্তুতি বেশ ভালোভাবে এগোচ্ছে। তিনি বলেন, ‘আজ আমাদের দ্বিতীয় অনুশীলন ছিল। ঘাসের মাঠে অনুশীলন হয়েছে। গতকালের তুলনায় আজকের আবহাওয়া অনেক ভালো ছিল, তাই অনুশীলনও স্বস্তিদায়ক হয়েছে। সবাই ফিট আছে এবং মনোযোগী। ’

উল্লেখ্য, বাংলাদেশ নারী দল এর আগে কখনও ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামেনি। নতুন এই অভিজ্ঞতাকে ইতিবাচকভাবেই দেখছেন তহুরা। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ার বিপক্ষে আমাদের এটা প্রথম ম্যাচ। কোনো অভিজ্ঞতা নেই। তবে আমরা চেষ্টা করব আমাদের শতভাগ দেওয়ার। বাকিটা আল্লাহর হাতে, দেখা যাক কী হয়। ’

বাছাইপর্বে ভালো কিছু করতে হলে বিদেশের মাটিতে এই ধরনের ম্যাচ অভিজ্ঞতা হবে বড় অনুপ্রেরণা এমনটাই মনে করছেন কোচ ও খেলোয়াড়রা। জর্ডানের মতো প্রতিপক্ষ এবং আন্তর্জাতিক মানের পরিবেশে নিজেদের প্রস্তুত করতে পেরে আত্মবিশ্বাসী ঋতুপর্ণারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে