শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

সমর্থকদের কাছে তাসকিনের দুঃখ প্রকাশ

ক্রীড়া ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ২০:৫৮
সমর্থকদের কাছে তাসকিনের দুঃখ প্রকাশ
সংবাদ সম্মেলনে তাসকিন আহমেদ

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় প্রথম ওয়ানডেতে দারুণ শুরুর পরও ব্যাটসম্যানদের ব্যর্থতায় ম্যাচ হাতছাড়া করেছে সফরকারী বাংলাদেশ দল। ১০০ রানে ১ উইকেট পতনের পর ৫ রানে হারিয়ে ফেলে ৭টি উইকেট।

আর এমন ভয়াবহ ব্যাটিং ধ্বসের পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি টাইগারদের। সফরকারীরা হেরে যায় ৭৭ রানের বড় ব্যবধানে। ম্যাচ হেরে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।

৫ রানে সাত উইকেটের পতন একটি রেকর্ডও বটে। ছেলেদের ক্রিকেটে দ্বিতীয় থেকে অষ্টম উইকেটে এটাই সবচেয়ে বাজে ব্যাটিং ধসের নজির। বিব্রতকর যে রেকর্ড আগে ছিল যুক্তরাষ্ট্রের, ২০২০ সালে নেপালের বিপক্ষে ১ উইকেটে ২৩ রান থেকে পরের ৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল তারা।

কলম্বোর প্রেমাদাসায় বুধবার রাতে এমন ঘটনার জন্য ক্ষমা চাইলেন অভিজ্ঞ পেসার তাসকিন। তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সমর্থক যারা আছেন, তারা চান আমরা ভালো করি। আমরাও চাই ভালোই করতে। এমন ফলাফলের পর যারা হোটেলে যাবে, কেউ স্বস্তিতে ঘুমাতে পারবে না, খারাপ লাগবেই। আমরা চেষ্টা করেছি, সহজ ম্যাচটা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। সমর্থকদের তাই সরি বলছি।’

দল হারলেও তাসকিন ছিলেন দুর্দান্ত। তার আগুনে বোলিংয়েই শ্রীলঙ্কা ২৪৪ রানে অলআউট হয়েছে। ১০ ওভারে ৪৭ রানে নিয়েছেন ৪ উইকেট। মেডেন দিয়েছেন ২ ওভার। বোলিংয়ে শেষটা দারুণ হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ের শুরু দেখে তাসকিন ভেবেছিলেন,

ম্যাচটা সহজেই তারা জিতে যাবেন, ‘আমরা যখন বোলিং করেছি, শেষটা দারুণ করেছি। তাদের যে অবস্থা ছিল, তার চেয়ে ৩০-৪০ রান কমে শেষ করতে পেরেছি। কিন্তু আমরা যেভাবে শুরু করেছিলাম, ভেবেছিলাম ৫-৭ ওভার আগে জিতে যাবো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই ধসটা আমাদের বড় ভুগিয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক।’

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে ৮ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। প্রথম ম্যাচ হারলেও বাকি দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করার আশা তাসকিনদের, ‘আপনারা জানেন আমরা কেমন দল। যেভাবে উইকেট হারিয়েছি, আমরা এতটা বাজে দল না। আমাদের সবারই সামর্থ্য আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে