logo
রোববার, ২৫ অক্টোবর ২০২০ ১০ কার্তিক ১৪২৭

  বিনোদন ডেস্ক   ২০ সেপ্টেম্বর ২০২০, ০০:০০  

শহিদের নায়িকা দিশা পাটানি

শহিদের নায়িকা দিশা পাটানি
দিশা পাটানি

করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় ধীরে ধীরের শুটিংয়ে ফিরতে শুরু করেছে বলিউডের তারকারা। শুরু হয়ে গেছে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হওয়া ও শুটিং লোকেশন ঠিক করার কাজ। এরই মধ্যে ঘোষণা এলো শহিদ কাপুরের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন দিশা পাটানি। দিশা পাটানি ও শহিদ কাপুরের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'। জানা গেছে, 'হামটি শর্মা কি দুলহানিয়া' সিনেমার পরিচালক শশাঙ্ক খৈতানের 'যোদ্ধা' সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কবির সিং'খ্যাত এই অভিনেতা। আর এ ছবিতেই তার নায়িকা হচ্ছেন নতুন প্রজন্মের জনপ্রিয় তারকা দিশা পাটানি। সিনেমাটি প্রযোজনা করছেন করন জোহর। একাধিক সূত্রে জানা গেছে, 'যোদ্ধা' ছবির নায়িকা চরিত্রের জন্য ইতোমধ্যে শশাঙ্ক কথা বলেছেন দিশার সঙ্গে। যদিও এই স্ক্রিপ্টের কিছু অংশ এখনো বাকি থাকায় সিনেমায় সাইন করেননি দিশা। তবে শহিদের বিপরীতে এ সিনেমায় অভিনয় করার ব্যাপারে বেশ আগ্রহ জানিয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দিশার নাম। আর এমনটা হলে প্রথমবারের মতো তিনি কাজ করার সুযোগ পাবেন সুপারস্টার শহিদ কাপুরের বিপরীতে।? এদিকে ইতোমধ্যে চলতি বছর শুরু হওয়া তামিল সিনেমার রিমেক 'জার্সির' বাকি কাজ শুরু করে দিয়েছেন শহিদ কাপুর। জার্সির কাজ শেষ হলেই যোদ্ধা ছবিতে হাত দিবেন বলেও জানিয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যম। অপরদিকে দিশাকে সর্বশেষ দেখা গেছে 'মালাঙ্গ' ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও দিশার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। মূলত সালমান খানের সঙ্গে ভারত সিনেমায় কাজ করার পরই দিশার ক্যারিয়ারে নতুন মোড় নেয়। বাড়তে থাকে দর্শকপ্রিয়তা ও কাজের চাহিদা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে