শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
পুতিন বললেন

ধীরে ধীরে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে ইউক্রেনীয় বাহিনী

যাযাদি ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ধীরে ধীরে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে ইউক্রেনীয় বাহিনী

ইউক্রেনের সামরিক বাহিনী ধীরে ধীরে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। বর্তমান ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি বাহিনীর 'তেমন কোনো তফাত নেই' বলেও উলেস্নখ করেছেন তিনি। তথ্যসূত্র : আরটি

'এভরিথিং ফর ভিক্টরি' নামে একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর তুলায় গিয়েছিলেন পুতিন। সেখানে এক বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, 'ইউক্রেনীয় বাহিনী দিন দিন সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হচ্ছে। রুশ সেনাদের সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে দোনেৎস্ক-লুহানস্ক-ঝাপোরিঝিয়া- খেরসনের বেসামরিক লোকজন ও স্থাপনাগুলোতে হামলায় তাদের উৎসাহ বেশি বলে পরিলক্ষিত হচ্ছে। এমকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও তাদের হামলা থেকে রেহাই পাচ্ছে না।'

তিনি বলেন, 'কিছুদিন আগে দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর কয়েকটি ট্যাংক ঢুকেছিল, সেখানে তাদের এলোপাতাড়ি গোলাবর্ষণে কয়েকজন নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবার-পরিজন ছিল। এসব কি নব্য নাৎসিবাদ নয়? সাধারণ বেসামরিকদের ওপর হামলা করে কী অর্জন করতে পারবে তারা? একমাত্র সন্ত্রাসীদের পক্ষেই এ ধরনের হামলা চালানো সম্ভব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে