সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নেছারাবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ০৫ মে ২০২৫, ১৫:৪৪
নেছারাবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
ছবি: যায়যায়দিন

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার আরামকাঠি গ্রামে অবস্থিত আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের মালিক মোঃ রহমাতুল্লাহ এর বিরুদ্ধে গ্রাহকদের কোটি কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং রহমাতুল্লাহকে অতিসত্বর ফিরিয়ে আনার দাবিতে আজ সকাল ১১ টায় উপজেলা চত্বরে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শত শত ক্ষতিগ্রস্ত গ্রাহক, সমবায় সমিতির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, “রহমাতুল্লাহ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কষ্টের জমানো টাকা আমানতের নামে গ্রহণ করে, পরে হঠাৎ করেই তিনি সমিতির কার্যক্রম বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যান। এতে করে গ্রামের শত শত মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

প্রতিবাদ সমাবেশে উপস্থিত এক ভুক্তভোগী জানান, তিনি প্রায় দুই লক্ষ টাকা ওই সমবায়ে জমা রেখেছিলেন। আজ তা ফেরত পাওয়ার কোনো উপায় নেই। আরও অনেকেই এমনভাবে জমা রাখা টাকা ফেরত না পেয়ে চরম হতাশায় ভুগছেন।

সমবায় সমিতির অনেক সদস্য অভিযোগ করেন, এই ঘটনার সঙ্গে সমিতির অন্য কিছু কর্মকর্তাও জড়িত থাকতে পারে। তাঁরা বলেন, রহমাতুল্লাহ একা এত বড় অঙ্কের টাকা আত্মসাৎ করতে পারেন না। প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়, রহমাতুল্লাহ ও তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরো বলেন , যেখানে প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরতে সক্ষম হয় সেখানে রহমাতুল্লাহর ব্যাপারে প্রশাসনের ধীর গতিতে গ্রাহকরা হতাশ।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে গ্রাহকরা আরও বলেন, কেবলমাত্র তদন্ত নয়-আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত দেওয়ার জন্য কার্যকর পদক্ষেপ চাই।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, “আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি কারণ আমাদের কষ্টার্জিত টাকা ফিরিয়ে পেতে অন্য কোনো উপায় নেই। যতক্ষণ পর্যন্ত রহমাতুল্লাহ গ্রেপ্তার না হবেন এবং টাকা ফেরত না আসবে, ততক্ষণ আন্দোলন চলবে।”

উল্লেখ্য, আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরেই এলাকায় একটি জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। অনেকেই বিশ্বাস করে এখানে সঞ্চয় করলে নিরাপদ থাকবে, কিন্তু সেই বিশ্বাস এখন চরমভাবে ভেঙে পড়েছে।

মানববন্ধন শেষে গ্রাহকরা নেছারাবাদ থানা অভিমুখে যাত্রা করলে থানার গেট বন্ধ করে দিলে গ্রাহকরা থানার বাহিরে মিছিল করেন। তখন প্রশাসনের পক্ষ থেকে গ্রাহকদের শান্ত থাকার আহ্বান জানান। গ্রাহকরা জানান, প্রশাসনের সহায়তা না পেলে আগামীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সমবায় কর্মকর্তা হাসান মাসুদ রকি তার নাম্বারে ২ বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং মানুষজন আতঙ্ক ও ক্ষোভে দিন কাটাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে