মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আফতাবনগরে চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু

যাযাদি ডেস্ক
  ০৫ মে ২০২৫, ২৩:০৫
আফতাবনগরে চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মর্মান্তিক মৃত্যু
আজরাত সাদিয়া-ফাইল ছবি

রাজধানীর রামপুরা এলাকার আফতাবনগরে অটোরিকশার চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

সাদিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানার নিউটাউন এলাকায়। একই এলাকার মো. আব্দুল কাইয়ুমের মেয়ে সাদিয়া। রাজধানীর সবুজবাগে বাসাবো বউবাজার এলাকায় স্বামী তৌকির আহমেদের সঙ্গে থাকতেন সাদিয়া।

নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ বলেন, আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে ফিরছিলাম। আফতাবনগর গেটে পৌঁছানোর আগেই আমার বোনের ওড়না অটোরিকশায় পেঁচিয়ে ফাঁস লেগে যায় এবং অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে