শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউক্রেন যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে : রাশিয়া

যাযাদি ডেস্ক
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০

ইউক্রেন যুদ্ধ ইউরোপজুড়ে বড় আকারে ছড়িয়ে পড়তে পারে বলে একজন পদস্থ রুশ সামরিক কর্মকর্তা হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার সশস্ত্র বাহিনীর আরও বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তথ্যসূত্র : পার্স টুডে

রুশ সামরিক বাহিনীর মিলিটারি অ্যাকাডেমির প্রধান কর্মকর্তা কর্নেল-জেনারেল ভস্নাদিমির জারুদনিস্কি বলেন, 'আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের রুশ-বিদ্বেষী নীতি আমাদের রাষ্ট্রের জন্য প্রধান হুমকি সৃষ্টি করছে। তারা সম্ভাব্য সব উপায়ে রাশিয়াকে দুর্বল করার জন্য হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে।'

পশ্চিমা দেশগুলো রাশিয়ার সার্বভৌমত্ব খর্ব করা এবং দেশটির অখন্ডতা ধ্বংস করার পাঁয়তারা করছে বলেও তিনি অভিযোগ করেন। জেনারেল জারুদনিস্কি বলেন, যেসব ইউরোপীয় দেশ ইউক্রেন যুদ্ধে কিয়েভকে সহযোগিতা করছে, সেসব দেশে ব্যাপকভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

রাশিয়ার এই পদস্থ সেনা কর্মকর্তা বলেন, 'উদ্দেশ্যমূলকভাবে আমাদের দেশের নতুন নতুন সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা উলেস্নখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।'

পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সর্বাত্মক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা দিয়েও ইউক্রেনকে চাঙ্গা রাখতে ব্যর্থ হচ্ছে, তখন এই হুঁশিয়ারি দিলেন রুশ জেনারেল। গত বছর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমর্থন নিয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে ব্যর্থ হয় ইউক্রেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে