শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাজায় প্রতিদিন মারা যাচ্ছেন অন্তত ৬৩ নারী

যাযাদি ডেস্ক
  ০৯ মার্চ ২০২৪, ০০:০০

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজায় নারীদের ওপর চলা ভয়াবহ নির্মমতার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতিদিন গড়ে ৬৩ জন নারী প্রাণ হারাচ্ছেন। তথ্যসূত্র : আল-জাজিরা

জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থাটি জানায়, সেখানে থাকা নারীরা প্রতিদিন যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করছেন। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৯ হাজার নারী প্রাণ হারিয়েছেন। তাছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়েছেন আরও বহু।

এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, গাজা উপত্যকার নারীরা নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

আল-কুদরা বলেন, প্রায় পাঁচ হাজার নারী এখনো এই অঞ্চলে প্রতি মাসে সন্তান প্রসব করছেন। তিনি বলেন, যে পরিস্থিতিতে তারা সন্তান প্রসব করছেন, তা অত্যন্ত 'কঠোর, অনিরাপদ ও অস্বাস্থ্যকর'। তিনি আরও বলেন, গাজায় বর্তমানে প্রায় ৬০ হাজার গর্ভবতী নারী রয়েছেন, যারা সঠিক স্বাস্থ্যসেবা ছাড়াই তাদের গর্ভকালীন সময় পার করছেন এবং অপুষ্টি ও পানিশূন্যতার মতো রোগে ভুগছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে