রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনকে সামরিক তথ্য বিক্রি করায় মার্কিন সেনা গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ১০ মার্চ ২০২৪, ০০:০০

চীনকে স্পর্শকাতর গোপন সামরিক তথ্য বিক্রি করায় মার্কিন সেনাবাহিনীর এক গোয়েন্দা বিশ্লেষককে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়েছে।

সার্জেন্ট করবিন শুলজকে বৃহস্পতিবার কেনটাকির ফোর্ট ক্যাম্পবেলে গ্রেপ্তার করা হয়। আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই ও মার্কিন সামরিক কাউন্টার-ইন্টেলিজেন্সের তদন্তের পর করবিন গ্রেপ্তার হন।

অভিযোগপত্রে বলা হয়েছে, স্পর্শকাতর কয়েক ডজন নিরাপত্তা সংক্রান্ত তথ্যর বিনিময়ে তাকে ৪২ হাজার ডলার দেওয়া হয়েছিল।

কর্মকর্তারা বলছেন, এই অপরাধের ষড়যন্ত্র শুরু হয়েছিল ২০২২ সালের জুনে। করবিন গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তা চলেছে।

সার্জেন্ট করবিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি আমেরিকার জাতীয় প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য সংগ্রহ এবং প্রকাশের ষড়যন্ত্র করেছিলেন, লাইসেন্স ছাড়াই প্রতিরক্ষা নথি সম্পর্কিত প্রযুক্তিগত তথ্য রপ্তানি করেছিলেন, প্রতিরক্ষা নথি বিক্রির ষড়যন্ত্র করেছিলেন এবং সরকারি এক কর্মকর্তাকে ঘুষও দিয়েছিলেন।

এফবিআইয়ের জাতীয় নিরাপত্তা শাখার কর্মকর্তা লারিসা ন্যাপ বলেন, অভিযোগপত্রে যেসব কর্মকান্ডের কথা বলা হয়েছে, তা দেশের প্রতিরক্ষার্থে নেওয়া শপথের ক্ষেত্রে বড় ধরনের বিশ্বাসঘাতকতা। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে