বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

গাজায় হামলা চালানোয় আতঙ্কিত গুতেরেস

যাযাদি ডেস্ক
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০
গাজায় হামলা চালানোয় আতঙ্কিত গুতেরেস
অ্যান্তোনিও গুতেরেস

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পবিত্র রমজান মাস শুরু হওয়া সত্ত্বেও গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় আতংক প্রকাশ করেছেন। গুতেরেস সোমবার সাংবাদিকদের বলেছেন, 'পবিত্র এই মাসেও যুদ্ধ অব্যাহত থাকায় আমি আতঙ্কিত এবং ক্ষুব্ধ।' তিনি আরও বলেন, এটি হৃদয় বিদারক ও অগ্রহণযোগ্য।

যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ হয়ে যাওয়ার পর গুতেরেস গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, গাজায় ক্ষুধা ও অপুষ্টি বিরাজ করছে। তিনি ত্রাণ সরবরাহে সব বাধা দূর করারও আহ্বান জানান।

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলের চালানো এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুতেরেস বলেছেন, 'ইতিহাস প্রত্যক্ষ করছে। আমরা দৃষ্টি অন্যদিকে ফেরাতে পারি না। আরও প্রাণহানি এড়াতে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে।' তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে