রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতে সিএএ কার্যকর ডঙ্কা, কাঁশর, খোল বাজিয়ে আনন্দে মাতল মতুয়ারা

যাযাদি ডেস্ক
  ১৩ মার্চ ২০২৪, ০০:০০
ভারতে সিএএ কার্যকর ডঙ্কা, কাঁশর, খোল বাজিয়ে আনন্দে মাতল মতুয়ারা

ভারতে কার্যকর হয়েছে বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ)। আসন্ন লোকসভা নির্বাচনের আগে গত সোমবার এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে সিএএ চালুর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে ভারতীয় পার্লামেন্টে বিতর্কিত আইনটি পাস হওয়ার প্রায় চার বছর পর কার্যকর হলো সেটি। আর সিএএ কার্যকর হওয়ার খবর পেয়ে আনন্দে মাতলেন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মতুয়া অধু্যষিত ঠাকুরনগরের মানুষজন। এদিন সন্ধ্যার পরপরই ডঙ্কা, কাঁশর, খোল বাজিয়ে আনন্দ উদযাপন করেন তারা। তথ্যসূত্র : এনডিটিভি

গত মাসে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য তৈরি, কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। এর লক্ষ্য হলো, নির্যাতিত অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া। তার ওই মন্তব্যের পরই কার্যকর হলো সিএএ।

সিএএ কার্যকর হওয়ায় মতুয়াভক্ত হরিপদ পোদ্দার বলেন, 'আজ (সোমবার) থেকে সিএএ কার্যকর হয়েছে। আমরা গোটা মতুয়া সম্প্রদায় এর জন্য ধন্য হয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের মনোবাসনা পূর্ণ করেছেন। ৫২ বছরের আমাদের এই দাবি পরিপূর্ণতা লাভ করেছে। গোটা মতুয়ার সমাজ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে