বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নাভালনির দীর্ঘদিনের সহযোগী ভলকভকে হাতুড়িপেটা

যাযাদি ডেস্ক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০
নাভালনির দীর্ঘদিনের সহযোগী ভলকভকে হাতুড়িপেটা

রাশিয়ার বিরোধী নেতা প্রয়াত অ্যালেক্সি নাভালনির দীর্ঘদিনের সহযোগী লিওনিড ভলকভের ওপর হামলা হয়েছে। লিথুয়ানিয়াতে নিজ বাড়ির বাইরে হামলার শিকার হন তিনি।

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ বলেন, গত মঙ্গলবার রাতে ভিলনিয়াস এলাকায় ভলকভকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। তার ওপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। ঘটনার সময় তিনি একটি গাড়িতে ছিলেন।

অভিযুক্ত হামলাকারীর পরিচয় কী, হামলার উদ্দেশ্যই বা কী ছিল তা জানা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, লিথুয়ানিয়ার পুলিশ এ ঘটনা নিয়ে তদন্ত করছে।

নাভালনির দলের আরেক সদস্য ইভান জাদানভ সামাজিক যোগাযোগমাধ্যমে ভলকভের কিছু ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে, তার বাঁ পায়ের নিচের অংশ রক্তাক্ত হয়ে আছে। ছবি দেখে মনে হচ্ছে তার কপালেও আঘাত লেগেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে