রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতের তৈরি যুদ্ধবিমান বিধ্বস্ত

যাযাদি ডেস্ক
  ১৪ মার্চ ২০২৪, ০০:০০

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান বাহিনীর হালকা যুদ্ধবিমান তেজোস বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে বিমান বাহিনী।

ভারতের বিমানবাহিনীতে তেজোস অন্তর্ভুক্ত হওয়ার প্রায় ৮ বছর পর এটি বিধ্বস্ত হওয়ার এমন ঘটনা এটিই প্রথম। প্রশিক্ষণ চলাকালে বিমানটি বিধ্বস্ত হয়।

ভারতের বিমান বাহিনীর এই সুপারসনিক যুদ্ধবিমানটি ২৩ বছর আগে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়েছিল। মঙ্গলবার এটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় এর নিরাপত্তার রেকর্ড ভঙ্গ হলো বলে জানিয়েছেন বিমান বাহিনীর এক কর্মকর্তা।

ভারতের বিমানবাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, 'ভারতীয় বিমানবাহিনীর একটি তেজোস বিমান আজ প্রশিক্ষণ চলাকালে জয়সালমিরে দুর্ঘটনায় পড়েছে। পাইলট নিরাপদে বের হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে