সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কিমের সঙ্গে বৈঠক চান কিশিদা

যাযাদি ডেস্ক
  ২৬ মার্চ ২০২৪, ০০:০০
কিম জং-উন ফুমিও কিশিদা

উত্তর কোরিয়ার নেতার কিম জং-উনের সঙ্গে বৈঠক করতে চান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দুই দেশের বিভিন্ন বিষয়ে সমাধানের জন্য এই আলোচনা প্রয়োজন বলে মনে করেন তিনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম 'কেসিএনএ' এক প্রতিবেদনে কিমকে জাপানি প্রধানমন্ত্রীর চিঠি পাঠানোর বিষয়টি জানিয়েছে।

কিম জং-উনের বোন কিম ইয়ো-জং সোমবার বলেছেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পিয়ংইয়ংয়ের নেতার সঙ্গে একটি শীর্ষ বৈঠকের অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, টোকিওর নীতি পরিবর্তন ছাড়া কোনো বৈঠকের সম্ভাবনা নেই।

কিমের বোন বলেন, 'কিশিদা সম্প্রতি ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার স্টেট অ্যাফেয়ার্স কমিশনের চেয়ারম্যানের সঙ্গে যতদ্রম্নত সম্ভব দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন।'

এই সাক্ষাতের বিষয়ে সোমবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের আলোচনা 'গুরুত্বপূর্ণ'। তিনি বলেছেন, 'জাপান-উত্তর কোরিয়া সম্পর্ক, অপহরণ ইসু্যগুলোর মতো সমস্যাগুলো সমাধানের জন্য শীর্ষ পর্যায়ে আলোচনা গুরুত্বপূর্ণ।'

সোমবার জাপানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে জাপানের প্রধানমন্ত্রী বলেন, 'এ কারণেই আমার পক্ষে যতটা সম্ভব- উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগের বিভিন্ন পন্থা ব্যবহার করেছি। যেমনটি আমি অতীতেও বলেছি।' তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে