বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

কেজরির গ্রেপ্তার নিয়ে এবার সরব জাতিসংঘ

যাযাদি ডেস্ক
  ৩০ মার্চ ২০২৪, ০০:০০
কেজরির গ্রেপ্তার নিয়ে এবার সরব জাতিসংঘ

ভারতের রাজধানী দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে এবার সরব হয়েছে জাতিসংঘ। এর আগে এ নিয়ে আমেরিকাসহ কয়েকটি দেশ ভারতে বার্তা পাঠিয়েছিল। জাতিসংঘ জানিয়েছে, ভারতে নির্বাচনের আগে ও ভোট চলাকালে যাতে রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকে, সেটি সুনিশ্চিত করার বিষয়ে আশা রাখে তারা। তথ্যসূত্র : দ্য ওয়াল, জিন্দুস্তান টাইমস

জাতিসংঘ বলেছে, তারা ভারতের কাছে আশা রাখে, যাতে সেখানে প্রতিটি মানুষের অধিকার বজায় থাকে। কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায় নির্বাচনের আগে ভারতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সে সম্পর্কে প্রশ্ন করা হলে এসব কথা বলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফানি দুজারিক। তিনি আরও বলেন, 'আমরা আশা করি, রাজনৈতিক এবং সাধারণ মানুষের অধিকার বজায় রেখে ভোট করা হবে। সে ভারত হোক কিংবা অন্য কোনো দেশ।' জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, অবাধ ও স্বচ্ছভাবে ভোটের পরিবেশ তৈরি করা বাঞ্ছনীয়, যাতে সবাই নির্ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। জাতিসংঘের আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছিল জার্মানি ও আমেরিকা। তা নিয়ে ওই দুই দেশের ভারতস্থিত দূতদের সতর্ক করে দিলিস্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে