খুলনার পাইকগাছা উপজেলার প্রাণকেন্দ্রে অবিস্থিত পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদেশ কুমার মল্লিকের বিরুদ্ধে শিক্ষার্থীর যৌন হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,পাইকগাছা পৌরসভার সরল গ্রামের এস,এম, সামসুর রহমান ১ মে স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত এক অভিযোগে জানান যে,এ স্কুলের সহকারী শিক্ষক প্রদেশ কুমার মল্লিক অনৈতিক চরিত্রের একজন শিক্ষক। অভিযোগকারীর কন্যা সহ অনেকে হাসপাতাল রোডে প্রাইভেট পড়ান তিনি। ৩০ এপ্রিল বিকালে প্রাইভেট শেষে কন্যা বাড়ী ফেরার পথে অভিযোগকারীর কন্যাকে নাম ধরে ডাক দেয় এবং বলে জরুরী কিছু কথা আছে।সহজ সরল মনে উক্ত শিক্ষকের কাছে যায়। এক পর্যায়ে উক্ত শিক্ষক তার রুমে নিয়ে যৌন হয়রানি করে । শিক্ষক ঐ শিক্ষার্থী কে কাউকে না বলার জন্য হুমকি দেয়।
অতঃপর বিষয়টি শিক্ষার্থীর পিতা-মাতা জ্ঞাত হলে ১ মে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর লিখিতভাবে অভিযোগ প্রদান করে এবং পরে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর নিকট লিখিত অভিযোগ হয়। নির্বাহী অফিসার জরুরি ভাবে প্রধান শিক্ষক কে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব এ ব্যাপারে উক্ত শিক্ষককে ৩ কার্য দিবসের মধ্যে যথার্থ কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
অভিযুক্ত শিক্ষক প্রদেশ মল্লিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-‘বিষয়টি মিমাংসা হয়ে গেছে’। অপরদিকে অভিযোগকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-‘কোন কথা আমার সাথে হয়নি। বিচার চাই’।সার্বিক বিষয়ে জানা গেছে এতদ ঘটনায় পাইকগাছাবাসী বিশেষ করে অভিভাবক মহল উত্তাল হয়ে উঠেছে। প্রধান শিক্ষক এ ব্যাপারে সজাগ দৃষ্টি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে এ প্রতিনিধিকে জানান।উল্লেখ্য নড়াইল থেকে একই ঘটনায় পাইকগাছায় শান্তি মূলক বদলি করা হয়েছে বলে জানা যায়।