শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মুদ্রিত বা প্রিন্টেড সংবাদপত্র আবিষ্কারে ইতিহাস

যাযাদি ডেস্ক
  ০৮ মে ২০২৫, ১৮:০৩
মুদ্রিত বা প্রিন্টেড সংবাদপত্র আবিষ্কারে ইতিহাস
ছবি: সংগৃহীত

মানব সভ্যতার ইতিহাসে যোগাযোগের মাধ্যমগুলোর মধ্যে সংবাদপত্র একটি যুগান্তকারী আবিষ্কার। তারমধ্যে মুদ্রিত সংবাদপত্র আবিষ্কার ছিল অন্যতম। এটি কেবল তথ্য প্রচারের নতুন মাত্রই যোগ করেনি, বরং সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও ইত্যাদি বিষয়ে জনমতের একটি প্রভাবশালী মাধ্যম হিসেবে ভূমিকা পালন করেছে।

মুদ্রিত সংবাদপত্র আবিষ্কারের পর, সংবাদপত্রের জনপ্রিয়তা অনেক গুন বৃদ্ধি পায়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় বর্তমানেও All Bangla Newspaper বা (সকল বাংলার সংবাদপত্র ) সহ পৃথিবীর প্রায় সকল সংবাদপত্রই যা বিদ্যমান রয়েছে।

জার্মানির জোহানেস গুটেনবার্গ ছাপাখানার (Printing Press) ১৪৫০ সালে আবিষ্কার করেন। যা ছিল চলন্ত ধাতব অক্ষর ব্যবহার করে বই ও তথ্য মুদ্রণের দ্রুত ও কার্যকর পদ্ধতি। এই প্রযুক্তি বিস্ময়কর গতিতে তথ্য প্রচারকে সহজতর করে এবং মুদ্রিত সংবাদপত্রের ভিত্তি তৈরি করে।

মুদ্রণ যন্ত্র আবিষ্কারের প্রায় ১৫৫ বছর পর প্রথম প্রিন্টেড সংবাদপত্র যাত্রা শুরু করে। জার্মানির স্ট্রাসবার্গ শহরে ১৬০৫ সালে প্রকাশিত হয় “Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien” বিশেষজ্ঞ ও গবেষকদের মতে এটিকে প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে ধরা হয়। সংবাদপত্রটির সম্পাদক ছিলেন "Johann Carolus", এটি ছিল সাপ্তাহিক সংবাদপত্র এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ পরিবেশন করত।

জার্মানিতে প্রিন্টের যন্ত্র আবিষ্কারের পর থেকেই পুরো ইউরোপ জুড়ে প্রিন্টেড সংবাদপত্রের বিস্তার ঘটে। ইংল্যান্ডে ১৬২১ সালে প্রথম সংবাদপত্র “Corante” প্রকাশিত হয়, ফ্রান্সে “La Gazette” নাম ১৬৩১ প্রথম প্রকাশিত সংবাদপত্র এবং এর ধারাবাহিকতা ইতালি ও নেদারল্যান্ড সহ পুরো ইউরোপে প্রিন্টেড সংবাদপত্র দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে।

ভারতীয় উপমহাদেশে ১৭৮০ সালে কলকাতায় প্রথম মুদ্রিত সংবাদপত্র প্রকাশিত হয় । সংবাদপত্রটির নাম ছিল "Hicky’s Bengal Gazette", সম্পাদনা করেন জেমস অগাস্টাস হিকি।

বাংলা ভাষায় প্রথম প্রিন্টেড সংবাদপত্র প্রকাশিত হয়েছিল ১৮১৮ সালে। তবে প্রথম বাংলা সংবাদপত্র কোনটি এটি নিয়ে কিঞ্চিৎ বিতর্ক রয়েছে। কোন, কোন পণ্ডিতগণের মতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম প্রিন্টেড সংবাদপত্র "বেঙ্গল গেজেট " যেটি সম্পাদক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। আবার কিছু পণ্ডিতগণ মনে করে "সমাচার দর্পণ " বাংলা ভাষার প্রথম প্রিন্টেড সংবাদপত্র। তবে একটি বিষয় সকল পণ্ডিতগণ একমত যে সংবাদপত্র দুটোই ১৮১৮ সালে প্রথম প্রকাশিত হয়েছে।

সর্বোপরি মুদ্রিত সংবাদপত্রের আবিষ্কার ছিল এক বৈপ্লবিক ঘটনা, যা বিশ্বব্যাপী জনসচেতনতা, শিক্ষা, রাজনীতি, ইতিহাস ও সংস্কৃতির গতিপথ পাল্টে দিয়েছে। জোহানেস গুটেনবার্গ মুদ্রণযন্ত্র আবিষ্কারের মাধ্যমে যাত্রা শুরু করে যে সংবাদপত্র তা আজও পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে