শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

কৃষকদের নিয়ে মেগা মাঠ দিবস পালিত

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৮:৪৬
কৃষকদের নিয়ে মেগা মাঠ দিবস পালিত
কাবেরী ৫৪-কে জাতের ভুট্টা ক্ষেত। ছবি: যায়যায়দিন

লালমনিরহাটের কালীগঞ্জে কৃষকদের নিয়ে মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের কৈটারী গ্রামে মাঠ দিবস করা হয়।

সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের আয়োজনে মাঠ দিবসে প্রায় দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। মাঠ দিবসে স্থানীয় শতাধিক কৃষকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মাঠ প্রদর্শনী ও কৃষি সচেতনতামূলক আলোচনা সভা।

এতে মূল আকর্ষণ ছিল কাবেরী ৫৪ জাতের ভুট্টা চাষ করে উল্লেখযোগ্য বাম্পার ফলন অর্জনকারী কৃষক জুলহাস হোসেনের ভুট্টা ক্ষেত প্রদর্শন। তার চাষকৃত ক্ষেতের গাছে ছিল স্বাস্থ্যবান, সবল ও মোটা মোটা ভুট্টার মোচা, যা অন্য কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনেকেই এই জাতের রোগপ্রতিরোধ ক্ষমতা ও উৎপাদনশীলতা দেখে কাবেরী ৫৪-কে তাদের পরবর্তী চাষের জন্য বিবেচনায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

এসময় বক্তব্য রাখেন, সুপ্রীম সীড কোম্পানী লিমিটেডের সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, একটিং জোনাল ম্যানেজার তৌহিদ হোসেন, রিজওনাল ম্যানেজার মো. আতিকুর রহমান, টেরিটোরি ম্যানেজার মৃণাল চন্দ্র রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুরুজ্জামান, ডিলার লালমিয়া, কৃষক মো. জুলহাস হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে