বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

ইউক্রেনের জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান বিস্নংকেনের

যাযাদি ডেস্ক
  ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
ইউক্রেনের জন্য আরও সহায়তা দেওয়ার আহ্বান বিস্নংকেনের

ইউক্রেনের জন্য অবিলম্বে আরও সহায়তার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিস্নংকেন। বৃহস্পতিবার ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। চীন, উত্তর কোরিয়া ও ইরানের সহায়তায় রাশিয়া তার প্রতিরক্ষা শিল্পের ভিত্তি গড়ে তুলছে এমন ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তথ্যসূত্র : ভয়েস অব আমেরিকা

ব্রাসেলসে ন্যাটো জোটের সদর দপ্তরে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর বাইডেন বলেন, 'আজ আমি যা শুনেছি তার ভিত্তিতে আমেরিকাসহ সবাই তাদের সমর্থন দ্বিগুণ বৃদ্ধি করবে এবং ইউক্রেনের অব্যাহত প্রয়োজন অনুযায়ী সম্পদ সন্ধানের ব্যাপারেও তাদের সহযোগিতা দ্বিগুণ করবে।'

যদিও একেকটি ন্যাটো সদস্য-রাষ্ট্র নিজ নিজ পক্ষ থেকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে, সামগ্রিকভাবে জোটটি প্রাণনাশী নয়, কেবল মাত্র সেই ধরনের সহায়তা প্রদান করছে। কারণ এ রকম আশঙ্কা রয়ে গেছে যে, আরও প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়লে রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে।

বিস্নংকেন বলেন, 'এখন ৩০টির বেশি দেশ ইউক্রেনের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে, কিংবা আলোচনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর আমরা নিজেরা, আমেরিকা, আমাদের নিজেদের দ্বিপক্ষীয় চুক্তির ব্যাপারে কাজ করে যাচ্ছি।'

বৃহস্পতিবার দিনের আরও আগের দিকে বিস্নংকেন ব্রাসলেসে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তারা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এবং রাশিয়ার ক্রমাগত আক্রমণের মুখে ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রকে চাঙ্গা করার উপায় নিয়ে আলোচনা করেন।

জুলাই মাসের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত আমেরিকা ওয়াশিংটনে আয়োজন করেছে ন্যাটো শীর্ষ সম্মেলন। ন্যাটোর এই ৭৫তম বার্ষিকী উদযাপনের সময় ওই শীর্ষ সম্মেলনের অগ্রাধিকারের বিষয় নিয়েও বিস্নংকেন কুলেবার সঙ্গে আলোচনা করেন। বিস্নংকেন বলেন, 'ইউক্রেন ন্যাটোর সদস্য হবে। ওই শীর্ষ বৈঠকে আমাদের লক্ষ্য হবে সেই সদস্যতার সমর্থনে সংযুক্তি স্থাপন করা এবং ইউক্রেনকে সামনে এগিয়ে যাওয়ার পরিষ্কার পথ তৈরি করে দেওয়া।'

বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনে বিস্নংকেন ইউক্রেনের সাহায্যে ভোট গ্রহণে আমেরিকার দ্রম্নত ব্যবস্থা নেওয়ার ওপরও জোর দেন।

বাইডেন প্রশাসনের সম্পূরক বাজেটের অনুরোধ কংগ্রেস এখনো অনুমোদন করেনি। ওই সম্পূরক বাজেটে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য আরও সরবরাহ দিতে এবং রাশিয়ার আক্রমণকে প্রতিহত করতে দেশকে সাহায্য করার জন্য অর্থায়নের বিধান রয়েছে।

ওই সামরিক ও আর্থিক থোক সহায়তাকে অনুমোদন দেওয়ার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানদের নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। অভ্যন্তরীণ বিষয়গুলোকে অগ্রাধিকার দিতে গিয়ে প্রতিনিধি পরিষদ এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণে বিলম্ব করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে