শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

সিদ্ধিরগঞ্জের হাউজিংয়ে তিতাসের অভিযানে ৫১৮টি চুলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ২১:০২
সিদ্ধিরগঞ্জের হাউজিংয়ে তিতাসের অভিযানে ৫১৮টি চুলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ৪ নং ওয়ার্ড আটি হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৩৭টি বাড়ির ৫১৮টি চুলা অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ বৃহস্পতিবার( ৮ মে) দুপুরে এই অভিযান চালায় নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষ । জানা যায় ,সিদ্ধিরগঞ্জে নাসিক ৪ নং ওয়ার্ডে আটি হাউজিং এলাকায় ৩ শতাধিক বহুতল ভবনে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে ।

এ সকল বাড়িতে অবৈধ সংযোগ দেওয়ার জন্য হাউজিং এলাকায় রয়েছে দালাল চক্র । এসব দালাল চক্র বাড়ির মালিকদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে অবৈধভাবে তিতাস গ্যাস সংযোগ দিয়ে আসছে জানা গেছে। এতে করে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জ সদর অঞ্চলের ম্যানেজার মোস্তাক মাসুদ ইমরান বলেন, হাউজিং আবাসিক এলাকায় বহুতল ৩৭টি ভবনের ৫১৮ টি চুলা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে মুস্তাক মাসুদ ইমরান আরো বলেন ,তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করে চলে যাওয়ার পর দালাল চক্র সহায়তায় রাতের আঁধারে আবারো অবৈধভাবে গ্যাস সংযোগ নেয় এলাকার বাড়ির মালিকগণ তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে ইঁদুর-বিড়াল খেলা খেলছে ।

তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যারা অবৈধভাবে তিতাস গ্যাস ব্যবহার করবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে। অভিযানে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ম্যানেজার নুরুল আফসার, ফতুল্লা অঞ্চলের ম্যানেজার মশিউর রহমান সহ নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তাগণ ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে