"অন দা সাইড অফ হিউম্যানিটি" " মানবতার পাশে এক সাথে " এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব রেড ক্রস/ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।
কুড়িগ্রামের দাদা মোড়স্থ রেড ক্রিসেন্ট কার্যালয় থেকে একটি র্যালী বাহির হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।পরে রেড ক্রিসেন্ট হলরুমে এক আলোচনাসভা ও রক্তদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক নুরুল আমিন খাঁন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নারায়ণ চন্দ্র, কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট এর ইউনিট লেভেল অফিসার এবিএম বায়েজিদসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষাথী এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রধান অতিথি কাজী শফিকুর রহমান জানান,বিভিন্নসময়ে বিগত দিনে রেড ক্রিসেন্ট মানবতার পাশে ছিল,ভবিষ্যতে থাকবে এবং এ বিশ্বকে বসবাসের উপযোগী করে তুলবে।
এসময় রেড ক্রিসেন্ট এর ইউনিট লেভেল অফিসার এবিএম বায়েজিদ সংশ্লিষ্ট সকলকে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস এর প্রতিপাদ্য বিষয় নিয়ে মানবতার পাশে এক সাথে হয়ে কাজ করার আহবান জানান।