শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

স্যান্ডার্সের কার্যালয়ের দরজায় আগুন, একজন গ্রেপ্তার

যাযাদি ডেস্ক
  ০৯ এপ্রিল ২০২৪, ০০:০০
স্যান্ডার্সের কার্যালয়ের দরজায় আগুন, একজন গ্রেপ্তার
সিনেটর বার্নি স্যান্ডার্স

আমেরিকার ভারমন্ট রাজ্যের বার্লিংটনে সিনেটর বার্নি স্যান্ডার্সের কার্যালয়ের বাইরে আগুন লাগানোর অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজ্যের মার্কিন অ্যাটর্নির কার্যালয় ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, শুক্রবার বার্লিংটনের ডাউনটাউন ভবনে প্রবেশ করেন ৩৫ বছর বয়সি শান্ত সোঘোমোনিয়ান। তিনি সরাসরি তৃতীয় তলায় স্যান্ডার্সের কার্যালয়ে যান। নিরাপত্তা ক্যামেরার রেকর্ডে দেখা গেছে, স্যান্ডার্সের কার্যালয়ের দরজার কাছে একটি তরল স্প্রে করে এটিতে আগুন ধরিয়ে দেন তিনি।

আগুন দিয়েই সোঘোমোনিয়ান সিঁড়ি দিয়ে নামতে থাকার সঙ্গে সঙ্গে একাধিক ফ্লোরে আগুন ছড়িয়ে পড়ে।

কার্যালয়ের ভেতর বেশ কয়েকজন লোক ছিলেন, কিন্তু কেউ আহত হয়নি। অবশ্য, দরজা ও আশপাশের এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গ্রেপ্তার সোঘোমোনিয়ানের কোনো আইনজীবী আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। তার কোনো মন্তব্যও জানা যায়নি।

স্বতন্ত্র সিনেটর হিসেবে স্যান্ডার্স উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ভারমন্টের প্রতিনিধিত্বকারী মার্কিন সিনেটে দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন করছেন। অবশ্য, ২০১৬ ও ২০২০ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে