শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
পাকিস্তান

জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা

যাযাদি ডেস্ক
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা

পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার দক্ষিণাঞ্চলীয় করাচিতে পাঁচ জাপানি নাগরিককে বহনকারী একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। এ সময় পুলিশের হাতে এক আত্মঘাতী বোমা হামলাকারী এবং আরও এক জঙ্গি নিহত হয়। তবে হামলার শিকার হওয়া সবাই জীবিত আছেন।

পাকিস্তান সরকারকে উৎখাত করে দেশটিতে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চায় ইসলামপন্থি জঙ্গিরা। গত কয়েক বছরে পাকিস্তানের একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তারা। তাদের লক্ষ্যবস্তু হয়েছেন মূলত চীনা নাগরিকদের মতো বিদেশিরা।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, হামলার ঘটনায় বেঁচে যাওয়া জাপানিদের পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে এই হামলা কোন জঙ্গি গোষ্ঠী চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে