শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইসরাইলি হামলায় গাজায় প্রাণহানি ছাড়াল ৩৪ হাজার

যাযাদি ডেস্ক
  ২১ এপ্রিল ২০২৪, ০০:০০
শুধু গাজা নয়, ইসরাইলি বাহিনী সমান তান্ডব চালিয়ে যাচ্ছে অধিকৃত পশ্চিম তীরেও। ছবিটি শনিবার পশ্চিম তীরের তুলকারমের নুর শামস শরণার্থী ক্যাম্পে ইসরাইলি অভিযানের সময় তোলা -রয়টার্স অনলাইন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে ছয় মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। শুক্রবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে। তথ্যসূত্র : আল-জাজিরা

ইসরাইলের হামলায় আরও ৪২ জন নিহত হয়েছেন বলে শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নতুন করে আহত হয়েছেন ৬৩ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় ৩৪ হাজার ১২ জন ফিলিস্তিনি নিহত হলেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৩৩ জনে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায়। জবাবে ওই দিন থেকেই পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

ইসরাইল ফিলিস্তিনি অঞ্চলের ওপর অবরোধ আরোপ করেছে। এতে ওই অঞ্চলের লোকজন, বিশেষ করে উত্তর গাজার বাসিন্দারা অনাহারের দ্বারপ্রান্তে রয়েছে।

জাতিসংঘের মতে, গাজার ওপর ইসরাইলি যুদ্ধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখন্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণ বাস্তুচু্যত হয়েছে। ভূখন্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইল গণহত্যার দায়ে অভিযুক্ত। জানুয়ারিতে একটি অন্তর্র্বর্তীকালীন রায়ে তেল আবিবকে গণহত্যামূলক কর্মকান্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে হামলা অব্যাহত রয়েছে এবং মানবিক বিপর্যয়ের জন্য সহায়তা বিতরণ অপর্যাপ্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে