শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
হামাস নেতার অভিযোগ

ইসরাইলি গণহত্যাকে রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে আমেরিকা

যাযাদি ডেস্ক
  ২৩ এপ্রিল ২০২৪, ০০:০০
হামাস নেতা ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। টানা প্রায় সাত মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি। এমন অবস্থায় গাজায় ইসরাইলি গণহত্যাকে আমেরিকা রাজনৈতিক সুরক্ষা দিচ্ছে বলে অভিযোগ করেছে হামাস। এমনকি মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে বলেও অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি। তথ্যসূত্র : আনাদলু নিউজ

মার্কিন অস্ত্র ব্যবহার করে ইসরাইল গাজায় হাজার হাজার মানুষকে হত্যা করেছে বলে হামাসের রাজনৈতিক বু্যরো প্রধান ইসমাইল হানিয়া গত শনিবার জানিয়েছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ওয়াশিংটনের ভেটো কার্যকরভাবে তেল আবিবের কর্মকান্ডের রাজনৈতিক সুরক্ষা দিয়েছে।

'আনাদলু'র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ইসমাইল হানিয়া বলেন, 'আমেরিকার অবস্থান প্রতারণামূলক, যদিও দেশটি বলে, তারা বেসামরিক লোকদের ক্ষতিগ্রস্ত করতে চায় না, তবে এটি তাদের একটি কৌশল। গাজায় নিহত সব বেসামরিক নাগরিক মার্কিন অস্ত্র, মার্কিন রকেট, মার্কিন রাজনৈতিক সুরক্ষায় নিহত হয়েছেন। নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি প্রস্তাবে মার্কিন ভেটোর অর্থ কী? এর মানে হলো- গাজায় গণহত্যা ও হত্যাকান্ডের ধারাবাহিকতায় আমেরিকা পূর্ণ সুরক্ষা দিচ্ছে।' তিনি আরও বলেন, জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ সদস্যপদে মার্কিন ভেটো এটিই দেখায় যে, ওয়াশিংটন ইসরাইলি অবস্থান গ্রহণ করেছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের বিরোধিতা করছে।

এদিকে, হানিয়া রাফাহ শহরে ইসরাইলি সেনাবাহিনীর সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন, এটি ফিলিস্তিনি জনগণকে গণহত্যার দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, 'আমি সব ভ্রাতৃপ্রতিম দেশকে, আমাদের মিসরের ভাইদের, আমাদের তুরস্কের ভাইদের, আমাদের কাতারের ভাইদের মধ্যস্থতাকারী হিসেবে এবং ইউরোপীয় দেশগুলোকে ইসরাইলি আগ্রাসনকে দমন করতে এবং রাফাহ শহরে অভিযান প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নিতে এবং সেইসঙ্গে গাজা উপত্যকা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজায় হামলার সমাপ্তি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে