সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬

যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২৪, ০০:০০
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৬

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে দুটি বাসে ইউক্রেনের ড্রোন হামলায় ছয়জন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন বলে সোমবার জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর। তথ্যসূত্র : রয়টার্স

গভর্নর ভিয়াচেস্স্নাভ গস্নাদকভ বলেন, বেরেজোভকা গ্রামের কাছে ওই হামলা হয়। হামলার শিকার বাস দুটি লোকজনকে তাদের কাজের জায়গায় নিয়ে যাচ্ছিল। তিনি একটি বাসের ছবিও প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি বাসের সব জানালা বিস্ফোরণের ধাক্কায় উড়ে গেছে।

ইউক্রেন সীমান্তে অবস্থিত রাশিয়ার বেলগোরদ অঞ্চলে গত বছর পুরোটা সময়জুড়েই নানা ধরনের হামলা হয়েছে। ইউক্রেন থেকে কখনো সেখানে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলা ছোড়া হয়েছে, কখনো চালানো হয়েছে ড্রোন হামলা। এতে বেশকিছু মানুষ হতাহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রম্নয়ারিতে প্রতিবেশী ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে রাশিয়া। নিজেদের প্রতিরোধ যুদ্ধ করার পাশাপাশি ইউক্রেইন মাঝেমধ্যে রাশিয়ার সীমান্ত অঞ্চলগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে।

কিয়েভের দাবি, তারা কখনো রাশিয়ার বেসামরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। আর রাশিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে