সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দাবি জয়শঙ্করের পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ

যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২৪, ০০:০০
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দাবি করেছেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। ভারতীয় পার্লামেন্টে এ বিষয়ে একটি সংশোধনী রয়েছে, যেখানে বলা হয়েছে- এটি ভারতেরই অংশ। রোববার (৫ মে) ওড়িশার কটকে এক আলোচনা সভায় পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে ভারতের পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হলে, এসব কথা বলেন তিনি।

জয়শঙ্কর বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর কখনো দেশের বাইরে ছিল না। এটা ভারতেরই অংশ। এখন প্রশ্ন হলো, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ কীভাবে পেল?

তিনি বলেন, আপনারা জানেন, যখন কোনো বাড়িতে দায়িত্বশীল কেউ না থাকে, তখনই সেই বাড়িতে বাইরের লোক চুরি করার সুযোগ পায়। এক্ষেত্রেও অন্য দেশকে চুরি করার সুযোগ দেওয়া হয়েছে।

জয়শঙ্কর আরও বলেন, স্বাধীনতার শুরুর দিকে পাকিস্তানকে ওই ভূখন্ড থেকে সরিয়ে না দেওয়ার কারণেই এই দুঃখজনক অবস্থা অব্যাহত রয়েছে। ভবিষ্যতে কী হবে বলা মুশকিল।

তথ্যসূত্র : এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে