মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ফিলিপাইনে মৌসুমি ঝড় 'ত্রামি'র আঘাতে নিহত ৮২

যাযাদি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ফিলিপাইনে মৌসুমি ঝড় 'ত্রামি'র আঘাতে নিহত ৮২

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় দ্বীপ লুজনের বিকোল অঞ্চল এবং বাতাঙ্গাস প্রদেশে শক্তিশালী মৌসুমি ঝড় 'ত্রামি'র আঘাত এবং তার ফলে সৃষ্ট প্রবল বর্ষণ-বন্যা-ভূমিধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এছাড়া পানিবন্দি অবস্থায় রয়েছেন লাখ লাখ মানুষ। তথ্যসূত্র : এএফপি

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জেআর বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, 'বিকোলে এই প্রথম ভূমিধস এবং তার জেরে মৃতু্যর ঘটনা ঘটল। এর আগে কখনো ওই অঞ্চলে ভূমিধস ঘটেনি। বিকোলের নাগা এবং লেগাজপি শহর ও এই শহর দুটির আশপাশের অঞ্চলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।'

বৈরী আবহাওয়ার কারণে এখনো দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা সেভাবে উদ্ধার ও ত্রাণতৎপরতা শুরু করতে পারেননি উলেস্নখ করে প্রেসিডেন্ট আরও বলেন, বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মাটি পুরোপুরি সিক্ত ও নরম হয়ে যাওয়ায় ভূমিধসের ঝুঁকিও অনেক বেশি। আবহাওয়া পরিস্থিতির খানিকটা উন্নতি হলে উদ্ধার ও ত্রাণতৎপরতাতেও গতি আসবে।

বিকোল পুলিশের শীর্ষ কর্মকর্তা আন্দ্রে ডিজন বলেছেন, 'গত দুদিনে বিকোলে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা দুই মাসের মোট বৃষ্টিপাতের সমপরিমাণ। বন্যার কারণে মানুষজন বাড়ির ছাদে অবস্থান নিয়েছেন। আশা করছি, আজ কিংবা আগামীকালের মধ্যে বৃষ্টি থামবে। বৃষ্টি থামলে বন্যার পানিও নেমে যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে