মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ওমর সানী দেশে,  নীরবে কেনো দূরদেশে মৌসুমী...

যাযাদি ডেস্ক
  ০৫ মে ২০২৫, ২৩:৩৩
ওমর সানী দেশে,  নীরবে কেনো দূরদেশে মৌসুমী...
মৌসুমী

প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী— বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন, বারবার তার নাম উঠে এসেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ আসনে।

অভিনয়, পরিচালনা, প্রযোজনা— তিন ক্ষেত্রেই প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অথচ আজ তিনি আড়ালে, সুদূর যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের পরিবার নিয়ে ব্যস্ত জীবন কাটাচ্ছেন।

স্বামী ওমর সানী জানালেন, দেশে ফেরা এখন মৌসুমীর জন্য সম্ভব নয়। মেয়ে ফাইজার পড়াশোনা আর অসুস্থ মায়ের সেবাই এখন তার জীবনের কেন্দ্রবিন্দু। সানীর কথায়, ‘মেয়েকে একা রেখে দেশে ফেরার প্রশ্নই ওঠে না।’

শুধু পারিবারিক দায় নয়, চলচ্চিত্রের বদলে যাওয়া জগত নিয়েও রয়েছে তার নীরব হাহাকার। সানী বলেন, ‘মৌসুমীর অভিনয়ে ফেরার ইচ্ছা আর নেই। সে আমাকে বলেছে, ‘সানি, আমি ভুলে যেতে চাই আমি মৌসুমী ছিলাম।’ এই কথাটা বুকের ভেতর গুমরে ওঠা কষ্টের মতো।’

নতুন প্রজন্মের তারকাদের সৌজন্যবোধের অভাবেও তিক্ত করে তুলেছে এই গুণী দম্পতির মন। সানীর অভিমানী উচ্চারণ, “যারা আজ সিনেমা জগতে নেতৃত্ব দিচ্ছে, তারা ভাবেন তারা মৌসুমীর চেয়েও বড় তারকা। এই ফারাক শুধু প্রজন্মের নয়, এ যেন মূল্যবোধেরও গভীর বিভাজন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে