বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

উত্তর কোরিয়ার সেনারা ঢুকে পড়েছে ইউক্রেনে!

যাযাদি ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ০০:০০
উত্তর কোরিয়ার সেনারা ঢুকে পড়েছে ইউক্রেনে!

ইউক্রেনে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের খবরে উদ্বিগ্ন পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে কিছু উত্তর কোরীয় সেনা ইউক্রেনের ভেতরে ঢুকে পড়েছে বলে দাবি করেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণ শেষ হলে আরও উত্তর কোরীয় সেনা ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে মোতায়েন হতে পারে। তথ্যসূত্র : সিএনএন

গত সোমবার আমেরিকা ও ন্যাটো জানিয়েছে, প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা রাশিয়ার পূর্বাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর কোরিয়ার এই বাহিনী দ্রম্নতই যুদ্ধে অংশ নিতে পারে।

আমেরিকা এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। তবে দক্ষিণ কোরিয়া প্রথমবার এই সেনা মোতায়েনের খবর প্রকাশ করার পর ওয়াশিংটন এই বিষয়ে সজাগ অবস্থানে রয়েছে। এছাড়া উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার শীর্ষ কূটনৈতিক ও সামরিক কর্মকর্তারা ওয়াশিংটনে বৈঠক করেছেন।

ন্যাটো সদস্যরা আশা করছে, দক্ষিণ কোরিয়া হয়তো তাদের প্রচলিত নীতি বদলে এবার সরাসরি সামরিক সহায়তা দিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে