বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৫, আরও বৃদ্ধির শঙ্কা

যাযাদি ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
স্পেনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২০৫, আরও বৃদ্ধির শঙ্কা

সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় স্পেনের পূর্বাঞ্চলীয় রাজ্য ভ্যালেন্সিয়ায় মৃতের সংখা ২০০ ছাড়িয়ে গেছে। কর্তৃপক্ষ বলছে বন্যায় এ পর্যন্ত নিহত হয়েছেন ২০৫ জন এবং সামনের দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনো বিপুলসংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স

বৃহস্পতিবার ভ্যালেন্সিয়ার গোদেলেতা শহরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্পেনের রাজ্য সমন্বয় বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাঞ্জের ভিক্টর তোরেস। তিনি বলেন, ভ্যালেন্সিয়াজুড়ে এখন পর্যন্ত মোট ২০৫ জনের মৃতদেহ উদ্ধার করা করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়বে। কারণ এখনো বহু মানুষ নিখোঁজ অবস্থায় রয়েছেন। তাদের সন্ধানে তৎপরতা চলছে।

গত মঙ্গলবার আট ঘণ্টা ধরে প্রবল বর্ষণের জেরে বন্যা শুরু হয় ভ্যালেন্সিয়ায়। স্পেনের আবহাওয়াবিদরা বলেছেন, সাধারণত এক বছরে স্পেনজুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়, তার সমপরিমাণ বর্ষণ ভ্যালেন্সিয়ায় হয়েছে মঙ্গলবার আট ঘণ্টায়।

অত্যন্ত ভারী এই বর্ষণের জেরে ভ্যালেন্সিয়ার বিভিন্ন অঞ্চলে শুরু হয় বন্যা ও পাহাড়ি ঢল। ইউরোপের আবহাওয়াবিদদের মতে, নিকট ইতিহাসে ইউরোপে যত বিধ্বংসী বন্যা হয়েছে, সে সবের মধ্যে স্পেনের বন্যা অন্যতম।

এর আগে ২০২১ সালে জার্মানিতে ভয়াবহ বন্যায় নিহত হয়েছিলেন ১৮৫ জন। তারও আগে ১৯৭০ সালে রোমানিয়ায় এবং ১৯৬৭ সালে পর্তুগালে বন্যার প্রাণ হারিয়েছিলেন যথাক্রমে ২০৯ ও প্রায় ৫০০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে