আর মাত্র তিন দিন বাকি আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এর আগেই রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন সম্প্রচারমাধ্যম 'সিবিএস'র বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। সিবিএস-এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে কমলা হ্যারিসের একটি সাক্ষাৎকারকে ঘিরে বৃহস্পতিবার এ মামলা করা হয়। তথ্যসূত্র : রয়টার্স
টেক্সাসের আদালতে করা মামলার অভিযোগে বলা হয়েছে, ডেমোক্রেট প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ওই সাক্ষাৎকারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে সিবিএস। গাজা যুদ্ধ নিয়ে করা একটি প্রশ্নে কমলার দুটি ভিন্ন প্রতিক্রিয়া সম্প্রচার করেছে চ্যানেলটি।
মামলায় এক হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। টেক্সাসের ব্যবসা পরিচালনায় প্রতারণামূলক কাজে বাধা দেয়ার একটি আইন লঙ্ঘনের অভিযোগে এই মামলা করা হয়।
মামলার প্রতিক্রিয়ায় সিবিএসের এক মুখপাত্র বলেছেন, সাবেক প্রেসিডেন্টের সব অভিযোগ মিথ্যা। এর কোনো গ্রহণযোগ্যতা নেই।
চ্যানেলটি আরও জানিয়েছে, 'সিক্সটি মিনিটস'-এ সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা ছিল সাবেক প্রেসিডেন্টের। কিন্তু নিজেই সেই শেডিউল বাতিল করেছেন ট্রাম্প।