বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বিমান থেকে নামতে গিয়ে পা ভাঙল জারদারির

যাযাদি ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
বিমান থেকে নামতে গিয়ে পা ভাঙল জারদারির
প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই বিমানবন্দরে গুরুতর আহত হয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। সেখানে বিমান থেকে নামতে গিয়ে তিনি পড়ে যান এবং এতে তার পায়ের হাড় ভেঙে গেছে।

তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। পাকিস্তানের এই প্রেসিডেন্টকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলা হয়েছে। গত বুধবার (৩০ অক্টোবর) রাতে দুবাই বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ওই ঘটনার পর প্রেসিডেন্ট জারদারিকে অবিলম্বে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষার পর পায়ে পস্নাস্টার কাস্ট প্রয়োগ করেন। মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট জারদারির পায়ে চার সপ্তাহের জন্য ওই পস্নাস্টার কাস্ট থাকবে এবং তাকে বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার পর প্রেসিডেন্ট জারদারিকে তার বাসভবনে স্থানান্তর করা হয়।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আগামী সোমবার থেকে চার দিনের সফরে চীনে যাওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে তিনি বেইজিংয়ে যাবেন না। কূটনৈতিক সূত্র অনুসারে, এই সফরটি ৪ থেকে ৭ নভেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল এবং এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠকের কথা ছিল জারদারির।

ওই বৈঠকে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) পাশাপাশি পাকিস্তান-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইসু্যতে তাদের আলোচনা করার কথা ছিল।

একই সঙ্গে ওই সফরের অংশ হিসেবে আগামী ৫ নভেম্বর জারদারির 'সাংহাই ওয়ার্ল্ড এক্সপোতে'ও যোগ দেওয়ার কথা ছিল। সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে, প্রেসিডেন্ট জারদারি হয়তো আগামী মাসে চীন সফর করতে পারেন। তথ্যসূত্র : নিউজ ইন্টারন্যাশনাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে