বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নায়াগ্রা জলপ্রপাতে মা ও দুই শিশুর মৃতু্য

যাযাদি ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
নায়াগ্রা জলপ্রপাতে মা ও দুই শিশুর মৃতু্য

আমেরিকার নায়াগ্রা জলপ্রপাতে নিরাপত্তা রেলিং পেরিয়ে নিচে পড়ে এক মা ও তার দুই সন্তানের মৃতু্য হয়েছে। তবে এটিকে দুর্ঘটনা নয়, বরং 'ইচ্ছাকৃত' বলে দাবি করেছে নিউইয়র্ক পুলিশ।

নিউইয়র্ক রাজ্য পুলিশের জানায়, স্থানীয় সময় গত সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিউইয়র্ক স্টেট ট্রুপার জেমস ও'ক্যালাগানের মতে, সেখানে উপস্থিত কিছু ব্যক্তি এই পরিবারকে জলপ্রপাতের দিকে যেতে দেখেছিলেন।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর নাম চিয়ান্তি মিন্স (৩৩)। ছেলে ও মেয়েকে নিয়ে তিনি নিরাপত্তা রেলিং অতিক্রম করে লুনা আইল্যান্ডের কাছে জলপ্রপাতের দিকে এগিয়ে যান।

গত বুধবার (৩০ অক্টোবর) পুলিশ জানিয়েছে, ঘটনাটি 'ইচ্ছাকৃত' ছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। তবে ওই নারীর এমন সিদ্ধান্তের সঠিক কারণ এখনো জানা যায়নি। তাদের লাশও এখনো উদ্ধার করা যায়নি।

নিহত দুই শিশুর মধ্যে একজন ৯ বছরের এবং অন্যজন পাঁচ মাসের। তথ্যসূত্র : এনবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে