সার্বিয়ার উত্তরাঞ্চলীয় নভি সাদ শহরের একটি রেলস্টেশনের প্রবেশপথের কংক্রিটের ছাউনি ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুটিচ জানিয়েছেন, নিহতদের মধ্যে ছয় থেকে সাত বছর বয়সি এক বালিকা রয়েছে।
রেডিও টেলিভিশন অব সার্বিয়া (আরটিএস) জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে স্টেশনের বাইরের অংশের ৩৫ মিটার দীর্ঘ ছাউনিটি ধসে পড়ে, লোকজন তখন সেখানে বেঞ্চে বসে ছিলেন। সার্বিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর নভি সাদ রাজধানী বেলগ্রেড থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তথ্যসূত্র : বিবিসি