কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি অভিযান চালিয়ে ৩ হাজার ২৯ পিস ইয়াাবা উদ্ধার করেছে।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোবিন্দপুর মোড় নামক স্থানে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সদস্যরা মহিষকুন্ডি হতে কুষ্টিয়াগামী সোহান পরিবহন, ময়মনসিংহ-ব-১১০০৯৮ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা মূল্যের এই ইয়াবা উদ্ধার করে। তবে এর ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিনব কায়দায় কাঁচা মরিচের পুটলির ভেতরে করে ইয়াবা পাচারকালে বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাযাদি/ এসএম