ইরানকে সতর্ক করে আমেরিকা বলেছে, ইসরায়েলের ওপর আরেকটি হামলা চালালে তারা তাদের থামাতে পারবে না। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা ইরানের কাছে সরাসরি বার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম 'অ্যাক্সিওস'। সংবাদমাধ্যমটি একজন অজ্ঞাত মার্কিন কর্মকর্তা ও ইসরায়েলের সাবেক এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল
মার্কিন কর্মকর্তা বলেছেন, 'আমরা ইরানকে জানিয়েছি, ইসরায়েলকে আমরা থামাতে পারবো না। পরবর্তী হামলাটি আগের মতো নিয়ন্ত্রিত ও নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকবে, তা নিশ্চিত করার ক্ষমতা আমাদের নেই।'
সূত্রমতে, ইরানকে এই বার্তাটি সরাসরি জানানো হয়েছে। তবে, ইসরায়েলি সূত্রমতে, বার্তাটি ইরানে পৌঁছানো হয় সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুলস্নাহ আলি খামেনি ইরান ও তার মিত্রদের ওপর হামলার জন্য ইসরায়েল ও আমেরিকাকে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। এই পরিস্থিতিতে, ইরান আবারও ইসরায়েলের ওপর হামলা চালানোর হুমকি দিচ্ছে। অক্টোবরের শেষদিকে তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাব হিসেবে বিবেচিত হতে পারে।