সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় ১ জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামী সহ মোট ২ জন আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা এর নেতৃত্বে এসআই দিপংকর হালদার ও এএসআই কামাল উদ্দিন সহ একদল পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পৌর সদরের ৮নং ওয়ার্ডের পূর্ব ভবানীপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এজাহারনামীয় আসামী এনাম মিয়া (৪০) ও ইসহাকপুর গ্রামের জমশেদ আলীর ছেলে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো. সাজ্জাদ আহমদ উরফে সাজ্জাদ (৩৫)কে গ্রেফতার করেন।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমদের থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় ১জন আসামী ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১জন আসামী সহ মোট ২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃদ আসামীদের শনিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।