শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বলিভিয়ায় সেনাঘাঁটিতে হামলা ২০০ সেনা অপহরণ

যাযাদি ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বলিভিয়ায় সেনাঘাঁটিতে হামলা ২০০ সেনা অপহরণ

লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সেনাঘাঁটিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র এই হামলার মাধ্যমে হামলাকারীরা ঘাঁটিটি দখল করে নেয় এবং কমপক্ষে ২০০ সেনাকে অপহরণ ও জিম্মি করে। হামলাকারী সশস্ত্র এই ব্যক্তিরা দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থক। বলিভিয়ার সেনাবাহিনী শুক্রবার বলেছে, একটি 'অনিয়মিত সশস্ত্র গোষ্ঠী' মধ্য বলিভিয়ার কোচাবাম্বা শহর সংলগ্ন সামরিক ঘাঁটি থেকে সামরিক সদস্যদের অপহরণের পাশাপাশি অস্ত্র ও গোলাবারুদ লুট করেছে। তথ্যসূত্র : বিবিসি

বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সশস্ত্র সমর্থকদের হাতে দেশটির অন্তত ২০০ সেনা জিম্মি রয়েছে। বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক আপডেটে বলেছে, তিনটি সামরিক ইউনিটে ওই সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে। স্থানীয় টেলিভিশনে পিঠের পেছনে হাত বাঁধা অবস্থায় সারি সারি সেনাদের ছবি দেখানো হয়েছে। এ সময় তাদের সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বেষ্টিত অবস্থায় দেখা যায়।

কোচাবাম্বা শহরটি মধ্য বলিভিয়ায় অবস্থিত এবং সেখানে সাবেক প্রেসিডেন্ট ইভো মেরালেসের অনেক সমর্থক বাস করেন। এ ছাড়া সামরিক স্থাপনাটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের দখলে নেওয়ার পরপরই দেশটির সামরিক বাহিনী সেনাদের এবং তাদের পরিবারদের সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় বলে স্থানীয় মিডিয়া জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে