সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
সামাজিক মাধ্যম

শিশুদের ক্ষতির জন্য দায়ী নন জুকারবার্গ : আদালত

যাযাদি ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
শিশুদের ক্ষতির জন্য দায়ী নন জুকারবার্গ : আদালত
মার্ক জুকারবার্গ

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের আসক্তি নিয়ে দায়ের করা ২৫টি মামলার জন্য মেটার প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ ব্যক্তিগতভাবে দায়ী নন বলে জানিয়েছেন এক ফেডারেল বিচারক। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ইউএস ডিস্ট্রিক্ট বিচারক ইভন গনজালেস রজার্স বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

জুকারবার্গের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ফেসবুক এবং ইনস্টাগ্রামের ব্যবহার নিয়ে শিশুদের মধ্যে মানসিক স্বাস্থ্যঝুঁকি গোপন রাখতে মেটার প্রচেষ্টা পরিচালনা করেছিলেন।

বাদীপক্ষ মেটার এই সহ-প্রতিষ্ঠাতাকে 'গোপন প্রচেষ্টার মূল অনুপ্রেরণা' বলে অভিহিত করেছেন। তাদের অভিযোগ, তিনি এই ঝুঁকির বিষয়ে বারবার অভ্যন্তরীণ সতর্কতা উপেক্ষা করেছেন।

এই মামলাগুলো আমেরিকার ১৩টি রাজ্যে- অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, জর্জিয়া, মেরিল্যান্ড, নিউইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, পেনসিলভানিয়া, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ভার্জিনিয়া এবং উইসকনসিনের আইন অনুসারে করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী প্রিভিন ওয়ারেন শুক্রবার বলেন, 'তার মক্কেলরা সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে আমাদের শিশুদের নিরাপত্তার চেয়ে লাভকে প্রাধান্য দিয়েছে, এর সত্য উদ্ঘাটন করতে প্রমাণ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাবেন।'

এই ২৫টি মামলা ছাড়াও শতাধিক মামলা রয়েছে। শিশু, তাদের পরিবার এবং স্কুল এই মামলাগুলো করেছে। এতে মেটা, গুগল, বাইটড্যান্সের টিকটক এবং স্ন্যাপচ্যাটের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

আমেরিকার অনেক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলও মেটার বিরুদ্ধে এমন মামলা করছেন। মামলায় সোশ্যাল মিডিয়া পস্ন্যাটফর্মগুলোকে উদ্বেগ, হতাশা, অনিদ্রা এবং শিক্ষা ও দৈনন্দিন জীবনে বাধার সঙ্গে যুক্ত করা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে