রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট বাবুপাড়া ও শরিসা ইউনিয়নের সীমান্ত এলাকায় দত্তের হাট সংলগ্ন উদয়ন যুব সংঘ ও পাঠাগার পরিদর্শন করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। রোববার বিকালে উদয়ন যুব সংঘ ও পাঠাগারে পৌঁছালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদাকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাব কর্মকর্তাগন।
এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন উদয়ন যুব সংঘ ও পাঠাগারের উদেষ্ঠা পাংশা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান, উদয়ন যুব সংঘ ও পাঠাগারের সভাপতি তুহিন মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদ মন্ডল, মৌরাট ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক শাহজাহান মন্ডল, বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার আইয়ুব আলী,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, মৌরাট ইউনিয়ন বিএনপির নেতা ফরহাদ হোসেন,মৌরাট ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলুল হক, উদয়ন যুব সংঘ ও পাঠাগারের কোষাধ্যক্ষ পাংশা মহিলা কলেজের প্রভাষক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক উসমান গনি, সাংগঠনিক সম্পাদক বাদশা প্রামানিক, দপ্তর সম্পাদক সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা পরির্দশন শেষে উদয়ন যুব সংঘ ও পাঠাগারের মাধ্যমে এলাকায় খেলাধুলা ও সামাজিক কর্মকান্ড অংশ নিয়ে উদ্বুদ্ধ করেন ক্লাব কর্তৃপক্ষদেরকে।
যাযাদি/ এসএম