শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পার্লামেন্টের ভোটে উতরে গেলেন জাপানি প্রধানমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৪, ০০:০০
পার্লামেন্টের ভোটে উতরে গেলেন জাপানি প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাই নেতা হিসেবে থাকছেন। সোমবার পার্লামেন্টারি ভোটে আইনপ্রণেতারা ইশিবার পক্ষে সমর্থন দিয়েছেন।

গত ২৭ অক্টোবর সাধারণ নির্বাচনে নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায় ইশিবার ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। দুই কক্ষবিশিষ্ট জাপানি পার্লামেন্টের সবচেয়ে প্রভাবশালী অংশ এটি। ফলে ইশিবার ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে পার্লামেন্টারি ভোটে উতরে যাওয়ায় দেশের প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন তিনি।

অবশ্য সামনের দিনগুলোতে ইশিবার জন্য অপেক্ষা করছে একাধিক চ্যালেঞ্জ। তাদের প্রধান মিত্র আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিপক্ষ চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্কে অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এদিকে, জীবন ধারণের ব্যয় বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ আর্থিক খাতের উন্নয়ন নিয়েও চাপ রয়েছে তার ওপর। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে