শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

প্রেসিডেন্ট বাইডেনকে 'যুদ্ধাপরাধী' ঘোষণা

যাযাদি ডেস্ক
  ১৫ নভেম্বর ২০২৪, ০০:০০
প্রেসিডেন্ট বাইডেনকে 'যুদ্ধাপরাধী' ঘোষণা

আমেরিকার সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংস্থা কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) প্রেসিডেন্ট জো বাইডেনকে 'যুদ্ধাপরাধী' ঘোষণা করেছে। তথ্যসূত্র : আনাদলু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখন্ডে জরুরিভিত্তিতে মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর জন্য গত মাসে ইসরায়েলকে ৩০ দিনের সময় বেঁধে দেয় আমেরিকা। অন্যথায় সামরিক সহায়তায় কাটছাঁট করা হবে বলে জানায় ওয়াশিংটন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সেই কথা রাখেননি।

মার্কিন-নির্দেশিত সময়সীমা ইসরায়েল পূরণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও, দেশটিতে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে বুধবার 'যুদ্ধাপরাধী' ঘোষণা করে সিএআইআর।

সংস্থাটি জো বাইডেনকে উদ্দেশ্য করে কঠোর ভাষায় একটি বিবৃতিতে বলেছে, 'আমেরিকা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুদ্ধাপরাধের অর্থায়ন আপনাকে যুদ্ধাপরাধী করে তোলে।' বিবৃতিতে আরও বলা হয়, 'গাজায় ভয়াবহ ক্ষুধা বন্ধ করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ৩০ দিনের যে সময়সীমা দেওয়া হয়েছিল, সেটা লঙ্ঘন করার পরও ইসরায়েলি সরকারকে বেআইনিভাবে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার প্রেসিডেন্ট বাইডেনের সিদ্ধান্তের আমরা তীব্র নিন্দা জানাই।'

টানা এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ জারি করে হামলা চালাচ্ছে ইসরায়েল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে