সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড

দেশে দেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
দেশে দেশে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
অস্ট্রেলিয়ায় আতশবাজির ঝলকানিতে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে

২০২৪ সালকে বিদায় দিয়ে আতশবাজি, আলোর ঝলকানি এবং নানা ধরনের প্রার্থনার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে বিশ্ব। ২০২৫ সাল যেন শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে এই কামনা করেছেন বিশ্ববাসীর। ভৌগোলিক কারণে সবার আগে নতুন বছরকে বরণ করেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

ঘড়ির কাঁটায় ১২টা বাজার সাথে সাথেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। এ সময় আইকনিক স্কাই টাওয়ারে ঐতিহ্যবাহী আতশবাজির প্রদর্শন করা হয়। ইন্দোনেশিয়ার বালিতে নৃত্যশিল্পীরা নাচের তালে তালে ২০২৫ সালের নতুন সূর্যকে বরণ করে নিয়েছে। এভাবেই নতুন বছরকে স্বাগত জানায় বালি।

মধ্যরাতে সিডনির আকাশে আলোর ঝলকানি। নতুন বছরে সিডনির হারবার ব্রীজে জমকালো আয়োজন আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বিশ্বজুড়ে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশে ইংরেজি নতুন বছর ২০২৫ উদযাপন শুরু হয়ে যায় মধ্যরাতের পর। প্রতিটি দেশেই জমকালো আয়োজন ও নিজস্ব ভঙ্গিমায় বরণ কওে নেয় ইংরেজি নতুন বছরকে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদ্যাপনকারী প্রথম এই দেশটি সবার আগে নতুন বছরে পদার্পণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকাল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। কিরিবাতির পর, দ্বিতীয় দেশ হিসেবে নিউজিল্যান্ড নতুন বছরের উদযাপন শুরু করেছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজি এবং আলোকসজ্জার মাধ্যমে ২০২৫ সালকে স্বাগত জানানো হয়েছে। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি আর হারবার সেতুতে জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয়। আকাশে আতশবাজি ঝলকানির সাথে সাথে নিউজিল্যান্ডের সবচেয়ে উঁচু এই টাওয়ারের অগ্রভাগ বিভিন্ন রঙে আলোকিত হয়ে ওঠে।

নিউ ইয়ার উদযাপনে বর্ণিল সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার। সেখানে প্রায় ১০ লাখ মানুষের সমাগমের আশা করে কর্তৃপক্ষ। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে আছে বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ।

এদিকে সবচেয়ে বড় আকারে নববর্ষ উদ্যাপন করে ব্রাজিল। দেশটির রাজধানী রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত কর্তৃপক্ষ। ২৫ লাখ মানুষ জড়ো হওয়ার আশার করে কর্তৃপক্ষ। রিও ডি জেনিরোর মেয়র এডুয়ার্দো পেস জানান নিউ ইয়ার উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সৈকতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। মিউনিসিপ্যাল গার্ডও আমাদের সহায়তা করবে। উৎসবের পরিবেশ নির্বিঘ্ন করাই আমাদের একমাত্র লক্ষ্য। বাসিন্দারা যেন মনের আনন্দে নতুন বছরকে বরণ করে নিতে পারে।

জার্মানির বার্লিনেও চলে নিউ ইয়ার উদযাপনের প্রস্তুতি। নিরাপত্তা জোরদারে শহরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৫ হাজার পুলিশ।

চীনের বেইজিংয়ে ইংরেজি নববর্ষ উপলক্ষে ফ্যাশন ও প্রযুক্তির থিমযুক্ত এক হাজারের বেশি লন্ঠন জ্বালানো হয়েছে। একে বছরের সবচেয়ে বড় লন্ঠন উৎসব বলা হচ্ছে। ব্যবসায়ে সমৃদ্ধি লাভের আশায় এমন আয়োজন। তবে সবার ব্যতিক্রম দক্ষিণ কোরিয়া। বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের প্রাণহানির কারণে দেশটিতে নববর্ষের দিনেও নেমে এসেছে নীরবতা। ইংরেজি নতুন বছরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিশ্বজুড়ে সমতা ও স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি। বর্ষপঞ্জি থেকে বিদায় নেয় আরও একটি বছর। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন ইংরেজি বছরকে বরণ করতে বিশ্বজুড়ে নানা আয়োজন করা হয় জমজমাট আয়োজন। আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বিশ্ববাসী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে