গাজায় ইসরাইলের হামলায় মৃতু্যর প্রকৃত সংখ্যা ফিলিস্তিনের স্থানীয় প্রশাসনের নথিভুক্ত সংখ্যার চেয়ে অন্তত ২৬ হাজার বেশি বলে এক গবেষণায় উঠে এসেছে। ল্যানসেট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনের বরাতে সিএনএন লিখেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত গাজা উপত্যকায় প্রায় ৬৪ হাজার ২৬০ জনের মৃতু্য হয়েছে 'আঘাতজনিত' কারণে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ওই সময়ের মধ্যে মৃতু্য হয়েছে ৩৭ হাজার ৮৭৭ জনের, যা গবেষণায় উঠে আসা সংখ্যার চেয়ে প্রায় ৪১ শতাংশ কম। গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের 'লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের' (এলএসএইচটিএম) কয়েকজন গবেষক। তারা বলছেন, ২০২৪ সালের অক্টোবর নাগাদ মৃতু্যর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। যুদ্ধের মধ্যে গাজায় চিকিৎসা, খাবার পানি ও খাদ্যের অভাব এবং ছড়িয়ে পড়া নানা অসুখেও বহু মানুষের মৃতু্য হয়েছে।