বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
জানাল ডবিস্নউএইচও

তাঞ্জানিয়ায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবে ৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
তাঞ্জানিয়ায় মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবে ৮ জনের প্রাণহানি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিস্নউএইচও) জানিয়েছে, আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে নয়জন সম্ভাব্য মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত হওয়ার পর তাদের মধ্যে আটজনের মৃতু্য হয়েছে। প্রতিবেশী রুয়ান্ডায় কয়েক সপ্তাহ আগে মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাবের ঘোষণা দেওয়ার পর তা তাঞ্জানিয়াও ছাড়ালো।

রয়টার্স জানায়, এই ভাইরাল হোমোরেজিক (রক্তক্ষরণজনিত) জ্বরটিতে মৃতু্যর হার খুব বেশি, প্রায় ৮৮ শতাংশ। ইবোলার জন্য দায়ী ভাইরাস আর এটি একই পরিবারের সদস্য। এই পরিবারের ভাইরাসগুলো ফল খায় এমন বাদুরের কাছ থেকে মানুষের মধ্যে ছড়ায়। এই বাদুরগুলো পূর্ব আফ্রিকার স্থানীয় প্রজাতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে