বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
সুপ্রিম কোর্টে টিকটক নিষিদ্ধের আইন বহাল

মার্কিন প্রশাসন হস্তক্ষেপ না করলে বন্ধ হয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
মার্কিন প্রশাসন হস্তক্ষেপ না করলে বন্ধ হয়ে যাবে
মার্কিন প্রশাসন হস্তক্ষেপ না করলে বন্ধ হয়ে যাবে

হোয়াইট হাউজ ও মার্কিন বিচার বিভাগ ভিডিও অ্যাপটি চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় এটি বন্ধ করে দেওয়া ছাড়া উপায় নেই, বলে জানিয়েছে এ সোশাল মিডিয়া পস্ন্যাটফর্ম। টিকটকের পক্ষে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার কোনো পদক্ষেপ না নিলে দেশটিতে রোববার থেকেই অ্যাপ বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার এক বিবৃতিতে বিশ্বব্যাপী জনপ্রিয় এ সামাজিক মাধ্যমটি জানায়, হোয়াইট হাউজ ও মার্কিন বিচার বিভাগ ভিডিও অ্যাপটি চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা ও নিশ্চয়তা দিতে ব্যর্থ হওয়ায় এটি বন্ধ করে দেওয়া ছাড়া তাদের আর উপায় নেই। নিষেধাজ্ঞা লঙ্ঘনে শাস্তির মুখোমুখি হতে হবে না, সরকার যদি দ্রম্নত এ ধরনের আশ্বাস না দেয় তাহলে ১৯ জানুয়ারি থেকে অ্যাপটি বন্ধ করতে বাধ্য হবে তারা। টিকটক নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েক ঘণ্টা পর অ্যাপটি এ বিবৃতি দেয় বলে জানিয়েছে বিবিসি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের ২৪ এপ্রিল 'প্রটেকটিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভারসারি কন্ট্রোলড অ্যাপলিকেশন অ্যাক্ট' নামের একটি বিলে সই করলে যুক্তরাষ্ট্রে হুমকির মুখে পড়ে টিকটক।

ওই আইনে বলা হয়, চীনা মূল কোম্পানি বাইটড্যান্স টিকটকে তাদের অংশীদারত্ব ছয় মাসের মধ্যে কোনো আমেরিকান কোম্পানির কাছে বিক্রি করে দেবে, নয়ত যুক্তরাষ্ট্রে এই অ্যাপ নিষিদ্ধ করা হবে। টিকটক ওই আইন আটকাতে ৭ মে আদালতে যায়, তাদের আবেদনে বলা হয়, এ ধরনের আইন বাকস্বাধীনতার অধিকারের ওপর হস্তক্ষেপ এবং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। এরপর ২ অগাস্ট যুক্তরাষ্ট্র সরকার টিকটকের বিরুদ্ধে একটি মামলা করে। সেখানে অভিযোগ করা হয়, চীনা এই সোশ্যাল মিডিয়া কোম্পানি অবৈধভাবে শিশুদের তথ্য সংগ্রহ করছে এবং অভিভাবকরা তাদের সন্তানদের অ্যাকাউন্ট মুছে ফেলার চেষ্টা করলে তাতে সাড়া দিচ্ছে না। ৬ ডিসেম্বর ফেডারেল আপিল আদালত টিকটকের মামলা খারিজ করে দেয়। ফলে ২০২৫ সালের ১৯ জানুয়ারির মধ্যে বাইটড্যান্সের শেয়ার বিক্রি না করলে টিকটক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আরো জোরালো হয়। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টকে তার শপথ না হওয়া পর্যন্ত টিকটক নিষিদ্ধের আইনটি পেছানোর অনুরোধ করেন। তার আইনজীবী বলেন, প্রেসিডেন্ট 'রাজনৈতিক উপায়ে' এ সমস্যা সমাধানের একটি সুযোগ চান। এর মধ্যে নিষেধাজ্ঞা এড়াতে সুপ্রিম কোর্টে আপিল করে টিকটক। টিকটক এবং কন্টেন্ট নির্মাতাদের আইনজীবীরা শুনানিতে বলেন, টিকটকের ওপর নিষেধাজ্ঞা জারি হলে যুক্তরাষ্ট্রে এ পস্ন্যাটফর্মের ১৭ কোটির বেশি ব্যবহারকারীর বাকস্বাধীনতা লঙ্ঘিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে