বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ইরানের সর্বোচ্চ আদালতের দুই বিচারপতিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
ইরানের সর্বোচ্চ আদালতের দুই বিচারপতিকে গুলি করে হত্যা

ইরানের সর্বোচ্চ আদালতের দুই সিনিয়র বিচারপতিকে শনিবার তেহরানে গুলি করে হত্যা করা হয়। তারা গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলা নিয়ে কাজ করছিলেন। দেশটির বিচারবিভাগের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিচারবিভাগ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, আদালতের ভেতরে প্রবেশ করে বিচারপতিদের দিকে গুলি করে এক ব্যক্তি। এক বিচারপতির দেহরক্ষী ওই হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। হামলাকারী ব্যক্তি পরে আত্মহত্যা করেন। নিহত বিচারপতিদের পরিচয় প্রকাশ করে বিচার বিভাগ জানিয়েছে, তারা ছিলেন মধ্যম পর্যায়ের শিয়া মুসলিম ধর্ম বিশেষজ্ঞ মোহাম্মদ মোঘিসেহ ও আলি রাজিনি। হত্যাকান্ডের উদ্দেশ্য এখনও অস্পষ্ট হলেও বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেছেন, নিহত বিচারপতিগণ দীর্ঘদিন ধরে গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদসহ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন মামলার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আরও বলেছেন, বিচার বিভাগ গুপ্তচর ও সন্ত্রাসীদের শনাক্ত করতে গত বছর ব্যাপক উদ্যোগ গ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে